January 8, 2026, 12:09 pm
শিরোনামঃ
মার্কিন স্বার্থ রক্ষা না করায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক দশকে নিহত ৩৬ বাংলাদেশি চুয়াডাঙ্গার জীবননগরে সাথী ফসল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে ৬ লাখ ৭৭ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ এনসিপিকে ১০ আসন ছাড় দেওয়ার খবর ‘কাল্পনিক’ : জামায়াত নায়েবে আমির ভোটের আগে ও পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির হত্যাকারী ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ আর কোনো বাপের বেটা নাই যে আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা চট্টগ্রামে মাসজুড়ে ফুল উৎসব শুরু আগামী শুক্রবার নীলফামারীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
এইমাত্রপাওয়াঃ

মুসলিম বিভেদের জন্য ধূর্ত শত্রুদের পাশাপাশি কিছু অজ্ঞ মুসলমানও দায়ী : ইসহাক মাদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুসলিম মাজহাবগুলোর মধ্যে নৈকট্য প্রতিষ্ঠা বিষয়ক বিশ্ব সংস্থার সর্বোচ্চ পরিষদের প্রধান মৌলভী মোহাম্মাদ ইসহাক মাদানি বলেছেন, শত্রুরা মুসলমানদের নিজেদের মধ্যে বিভেদ উসকে দিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আজ তেহরানে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ইসহাক মাদানি আরও বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, একদিকে মুসলমানদের মধ্যে থেকেই কিছু অজ্ঞ ব্যক্তি আর অন্যদিকে ধূর্ত শত্রুরা আমাদেরকে অনৈক্য ও বিভেদের বেড়াজালে আটকে রেখেছে। ইসলামের প্রাথমিক যুগে এ ধরণের সমস্যা ছিল না। মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র ওফাতের পর বিভেদ দেখা দেয়। এখন যে পরিস্থিতি তা অত্যন্ত দুঃখজনক। কিছু মুসলমান একে অপরকে হত্যা করছে, পরস্পরের সম্পদ লুট করছে এবং পরস্পরকে কাফের বলে ঘোষণা করছে। এটা কেন হচ্ছে? এর কারণ হলো, কিছু অজ্ঞ মুসলমান মূল বিষয় অর্থাৎ মুসলিম বিশ্বের সম্মান ও মর্যাদাকে গুরুত্ব না দিয়ে অগুরুত্বপূর্ণ কিছু ইস্যুকে আঁকড়ে ধরেছে এবং তাদের ধারণা এভাবে তারা তাদের মাজহাবের উপকার করছে। তারা বুঝতেই পারে না ইসলাম ধর্মের মূল ভিত্তি ক্ষতিগ্রস্ত হলে তাদের মাজহাবও বিপদে পড়বে। ইসলাম ধর্ম না থাকলে শিয়া-সুন্নি বলে কিছু থাকে না।

ইরানসহ মুসলিম বিশ্বে বর্তমানে ইসলামি ঐক্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) মহানবী (স.)’র জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১২ রবিউল আউয়াল থেকে ১৭ রবিউল আউয়ালকে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন।

প্রতি বছর ইরানে এ উপলক্ষে ঐক্য সম্মেলনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page