November 26, 2025, 3:35 am
শিরোনামঃ
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী নির্বাচন কমিশনের সংলাপ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তি নিয়ে হাইকোর্টের রায় দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত : রুহুল কবির রিজভী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার  ফরিদপুরের ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট ;  যুবক গ্রেপ্তার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ   পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা 
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে হামলাকারীদের হাতে আমরা চুম্বন করি : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করেন তারা।

স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানো শুরু করে। এতে এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। যারা এ হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রশংসা করেছেন খামেনি।

তিনি বলেছেন, ‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করি আমরা। এই বিপর্যয়কারী ভূমিকম্প (ইসরায়েলের) বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে; যেগুলো সহজেই সারানো যাবে না… ইহুদিবাদীদের নিজেদের কর্মকাণ্ড এই বিপর্যয়ের জন্য দায়ী।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘কোনো দেশের সিদ্ধান্তের উপর ইরান হস্তক্ষেপ করে না। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনও। ইরানের উপর দায় চাপানোর বিষয়টি রাজনৈতিক কারণের সঙ্গে সংশ্লিষ্ট।’

গতকাল সোমবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের সূত্রের বরাতে জানায়, ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা শুরু হয় চলতি বছরের আগস্ট থেকে। আর এতে সহায়তা করেছে ইরানের বিপ্লবী গার্ড। সংবাদমাধ্যমটি আরও জানায়, লেবাননের রাজধানী বৈরুতে বিপ্লবী গার্ডের কর্মকর্তারা হামাসসহ চারটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এ পরিকল্পনা নিয়ে কয়েক দফা বৈঠক করেন।

তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এ হামলার সঙ্গে ইরান জড়িত নয়। তারা বলেছে, ‘এটি ইরানসহ সবার কাছে একটি চমক ছিল। আমরা তাদের জানাইনি ৭ অক্টোবর ভোরে আমরা অভিযান শুরু করব। অভিযান শুরুর পর আমরা ইরানকে অবহিত করি।’

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page