অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করেন তারা।
স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানো শুরু করে। এতে এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। যারা এ হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রশংসা করেছেন খামেনি।
তিনি বলেছেন, ‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করি আমরা। এই বিপর্যয়কারী ভূমিকম্প (ইসরায়েলের) বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে; যেগুলো সহজেই সারানো যাবে না… ইহুদিবাদীদের নিজেদের কর্মকাণ্ড এই বিপর্যয়ের জন্য দায়ী।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘কোনো দেশের সিদ্ধান্তের উপর ইরান হস্তক্ষেপ করে না। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনও। ইরানের উপর দায় চাপানোর বিষয়টি রাজনৈতিক কারণের সঙ্গে সংশ্লিষ্ট।’
গতকাল সোমবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের সূত্রের বরাতে জানায়, ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা শুরু হয় চলতি বছরের আগস্ট থেকে। আর এতে সহায়তা করেছে ইরানের বিপ্লবী গার্ড। সংবাদমাধ্যমটি আরও জানায়, লেবাননের রাজধানী বৈরুতে বিপ্লবী গার্ডের কর্মকর্তারা হামাসসহ চারটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এ পরিকল্পনা নিয়ে কয়েক দফা বৈঠক করেন।
তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এ হামলার সঙ্গে ইরান জড়িত নয়। তারা বলেছে, ‘এটি ইরানসহ সবার কাছে একটি চমক ছিল। আমরা তাদের জানাইনি ৭ অক্টোবর ভোরে আমরা অভিযান শুরু করব। অভিযান শুরুর পর আমরা ইরানকে অবহিত করি।’
Leave a Reply