অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল চোখে উন্নয়ন দেখে না। চোখ থাকতে যারা অন্ধ, তাদের বলার কিছুই নেই। চোখের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ১০ টাকা দিয়ে চোখ দেখিয়ে নেবেন।
শনিবার (১১ নভেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলকে (বিএনপি) উদ্দেশ্য করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আগুনসন্ত্রাসের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা আগুন দিয়ে পোড়ায়, তাদের তো শুধু চোখ না, মনই অন্ধকার। মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না।
দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন হয় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, বিএনপি ব্যবসা করতে পছন্দ করতো, আমদানি করতে পছন্দ করতো। আমাদের লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়াবো।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ গত ১৫ বছরে বদলে গেছে। আওয়ামী লীগ প্রথমবার যখন সরকারে আসে, তখন অনেক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিই। বিদ্যুৎ উৎপাদন বাড়াই, স্বাক্ষরতার হার বাড়াই। রেল, রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা সবকিছুরই কিন্তু উন্নয়ন করেছিলাম। যমুনা নদীর ওপর সেতু নির্মাণ, এর সঙ্গে রেলপথ করে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হয়। রেলকে আমরা গুরুত্ব দিয়েছি। কারণ সাধারণ মানুষ অল্প খরচে যাতায়াত করতে পারে।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন। পরে কাউন্টার থেকে টিকেট কিনে রামু যাওয়ার জন্য ট্রেনে চড়েন তিনি।
Leave a Reply