পটুয়াখালী উপকূলীয় এলাকায় দুর্যোগ সচেতনতামূলক ক্যাম্পেইন
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর উপকূলীয় এলাকা কলাপাড়ায় দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বেলা ১০টায় উপজেলার মহিপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে ২ শতাধিক মানুষের উপস্থিতিতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, উপকূলীয় এলাকায় মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা ও ব্যক্তি-পরিবার-সমাজ পর্যায়ে দুর্যোগ প্রশমনে করণীয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভের জন্য এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নেও এ কার্যক্রম চালানো হবে।
Leave a Reply