হিজবুল্লাহ নেতা শেখ আলী দামুশ
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলকে কোনো লক্ষ্য অর্জন করতে দেয়া হবে না। সংগঠনটি একইসাথে বলেছে, আমেরিকার নির্দেশেই ইসরাইল আবার গাজার ওপর আগ্রাসন শুরু করেছে।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ বলেন, “৭ অক্টোবর ইসরাইল আগ্রাসন শুরু করার পর গাজা যুদ্ধ আমেরিকার হত্যাযজ্ঞ হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও নানা ঘটনা থেকে এই সত্য ফুটে ওঠে। ওয়াশিংটন শুধুমাত্র ইসরাইলকে সহযোগিতা করছে না বরং তারাই এই যুদ্ধের সব সিদ্ধান্ত গ্রহণকারী।”
গতকাল রাজধানী বৈরুতে জুমা নামাজের খুতবায় শেখ আলী দামুশ এসব কথা বলেন। তিনি আরো বলেন, দখলদার ইসরাইল এজেন্ডা বাস্তবায়নে আমেরিকার হাতের গুটি ছাড়া আর কিছু নয়। শেখ দামুশ বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা না করার কথা বলে আমেরিকা বিশ্ব জনমতকে নিজের পক্ষে নেয়ার চেষ্টা করছে কিন্তু তারা কাউকে বোকা বানাতে পারবে না। তাদের এসব বক্তব্য চলমান এই হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় থেকেও মুক্তি দিতে পারবে না।
Leave a Reply