গ্রেফতার আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মতিন
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল মার্কা) কর্মীকে মারধর করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোনাতলা থানা পুলিশ সোমবার সকালে তাকে জোড়গাছা এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার ওই থানার ওসি বাবু কুমার সাহা জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে মারপিটের শিকার ওই কর্মীর স্ত্রী নাহিদ নাসরিন সাথি থানায় মতিনসহ স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি সাহাদারা মান্নান। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী নৌকার মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির নেতা কেএমএস মোস্তাফিজুর রহমান ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রচারণা শুরুর পর থেকে নৌকার মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের কর্মীদের ওপর হামলা করে আসছেন। রবিবার রাতে সোনাতলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া চারমাথা এলাকায় নৌকা মার্কার কর্মী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনের নেতৃত্বে নেতাকর্মীরা ঈগল মার্কার কর্মী রেজওয়ানুল হক রেজভীর (৪৫) ওপর হামলা চালান। লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাথা ও কোমরে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় রাতেই রেজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী সোনাতলা থানায় জোড়গাছা গ্রামের আনিসুর রহমান সরকারের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনসহ সাত নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার মতিনকে গ্রেফতার করা হয়।
স্বতন্ত্র প্রার্থী কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল জানান, নৌকা মার্কার লোকজন তার কর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছেন। তিনি হামলায় জড়িতদের গ্রেফতার দাবি করেন।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, সোমবার সকালে প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মতিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply