18 Dec 2024, 02:36 pm

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ শততম দিন ; নিহত ২৫ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১০০তম দিন। রবিবার (১৪ জানুয়ারি) ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২৫ হাজার ৩৫৫ জন মানুষ নিহত হয়েছেন। ১০০তম দিনে এসেও গাজা সংঘর্ষ বন্ধ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা দেখে ফরাসি ইতিহাসবিদ জাঁ-পিয়ের ফিলিউয়ের বলেন, গাজায় শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ হয়েছে। কিন্তু চলমান ইসরায়েলি আগ্রাসনের মতো নয়। এবারের হামলায় গাজার ভিটে-মাটি ও হাজার বছরের ইতিহাস ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। গাজার ইতিহাসে এটিই সবচেয়ে ধ্বংসাক্তক ও রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসন।

গাজায় ইসরায়েলি আক্রমণের চিত্র তুলে ধরার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাহায্য গোষ্ঠী তথ্য সংগ্রহ করেছে। সেই বিধ্বংসী চিত্র নিচে তুলে ধরা হলো।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি ও ইসরায়েলি মিলিয়ে এখন পর্যন্ত ২৫ হাজার ৩৫৫ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নিহত হয়েছেন ২৪ হাজার ৫৫ জন। ফিলিস্তিনিদের মধ্যে গাজায়ই নিহত হয়েছেন ২৩ হাজার ৭০৮ জন। বাকি ৩৪৭ জন নিহত হয়েছেন অধিকৃত পশ্চিম তীরে। অপর দিকে হামাসের হামলায় মাত্র এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

গাজায় হত্যাযজ্ঞের পাশাপাশি সমানতালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। গাজা বিমান হামলা চালিয়ে ৪৫ থেকে ৫৬ শতাংশ আবাসিক ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনীরা। আবাসিক ভবন ধ্বংস করেই ক্ষান্ত হয়নি তারা। হাসপাতালগুলোও ধ্বংস করেছে ইসরায়েলি হানাদার বাহিনী। গাজার ৩৬টি হাসপাতালে মধ্যে ১৫টিই ধ্বংস করেছে তারা।

হত্যা ও ধ্বংসযজ্ঞের পরিস্থিতিতে পাঁচ লাখ ৭৬ হাজার ৬০০ ফিলিস্তিনি অনাহারে রয়েছেন। ঘর-বাড়ি হারা এই অনাহারী মানুষগুলো স্কুলে ভবনে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় ইসরায়েলিরা। গাজার প্রায় ৬৯ শতাংশ স্কুল ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ, গির্জা ও জাদুঘর ধ্বংস করেছে ইসরায়েল। এসব কিছু ধ্বংস করে চোখের সামনে থেকে মানবতার স্মৃতি মুছে ফেলছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার ১৪২টি মসজিদ ধ্বংস করেছে। এদের মধ্যে রয়েছে বৃহত্তম ও প্রাচীনতম ওমরি মসজিদ।

গাজায় অবস্থিত তিনটি চার্চ ধ্বংস করেছে ইসরায়েলিরা। দুই হাজার বছরের পুরোনো সেন্ট পরফিরাস চার্চ ধ্বংস করেছে তারা। পঞ্চম শতাব্দীতে তৈরি এ চার্চে আশ্রয় নিয়েছিলেন শত শত খ্রিষ্টান ফিলিস্তিনি নাগরিক।

শুধু তাই না ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান ও জাদুঘর কাসার আল বাশা।

হামলায় আহতদেকে যাতে হাসপাতালে নিয়ে যেতে না পারে সেজন্য ১২১টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনীরা। হাসপাতাল ও স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ছয় লাখ ২৫ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনার বাইরে রয়েছে।

হামাস-ইসরায়েল সংঘর্ষে ৭৬ হাজার ৪২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬৪ হাজার পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ফিলিস্তিনিদের মধ্যে গাজায় আহত হয়েছেন ৬০ হাজার পাঁচজন। বাকি চার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন পশ্চিম তীরে।

অপরদিকে এই সংঘর্ষে ১২ হাজার ৪১৫ জন ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই হাজার ৪৯৬ জন ইসরায়েলি সেনা রয়েছেন। যাদের মধ্যে এক হাজার ৮৫ জন সেনা স্থল অভিযানে আহত হয়েছেন।

গাজায় বসবাসরত ২৩ লাখের মধ্যে ১৮ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যত হয়েছেন। উত্তর গাজা ও দক্ষিণ গাজার সীমান্ত এলাকা থেকেই প্রায় দুই লাখ ৪৯ হাজার ২৬৩ জন ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। শুধু তাই না পশ্চিম তীরে এক হাজার ২০৮ জনকে বাস্তুচ্যুত করেছে দখলদাররা।

৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস। সংঘর্ষের মাঝখানে সাতদিনের যুদ্ধবিরতির সময় ১২১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস গোষ্ঠী। বলা হয়েছে, এখনও ১৩৬ জন জিম্মি হামাসের হাতে রয়েছেন। বাকি ৩৩ জন জিম্মি মারা গেছেন। অপরদিকে যুদ্ধবিরতির সময় ২৪০ জন ফিলিস্তিনি কারা বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

গাজা আক্রমণে ২৯ হাজার বোমা, গোলাবারুদ ও শেল ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। অপর দিকে ইসরায়েলে ১৪ হাজার রকেট নিক্ষেপ করেছে হামাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Visits Today: 1634
  • Total Visits: 1398248
  • Total Visitors: 4
  • Total Countries: 1675

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ ইং
  • ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, দুপুর ২:৩৬

Archives

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
3031     
15161718192021
293031    
       
  12345
2728     
       
     12
3456789
10111213141516
17181920212223
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       

https://youtu.be/dhqhRb9y018