স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগার নিকটবর্তী স্থানে।
ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই আলমগীর হোসেন (৩৩) ও আবুল কাশেম (৫০) নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে কামাল (৫৫) মারা যান।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের গনি হাজীর ছেলে আবুল কাশেম, মৃত চারু ব্যাপারীর ছেলে কামাল, ঘুগরী গ্রামের রিমাজ মালিথার ছেলে আলমগীর নিহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে (৫০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে ঝিনাইদহে যাওয়ার পথে খালিশপুর থেকে ছেড়ে আসা একটি বালি বোঝাই ট্রাকের সাথে ভালাইপুর দরগার নিকটবর্তী স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply