স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে গৃহীত কর্মসূচী শুরু করা হয়।
সকালে প্রভাত ফেরী ও শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মহেশপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি মোঃ সালাহ উদ্দীন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ- আসনের সাবেক এমপি মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান টিপু ও মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন।
পরে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply