স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুৃর বণিক কল্যাণ সমিতির নির্বাচনের আগেই সভাপতি-সম্পাদকসহ ১১ জন সদস্য এক সাথে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিস, পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বণিক কল্যাণ সমিতির কয়েক জন জানান।
আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মহেশপুৃর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন পরাগ সভাপতি ফশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আফাজ পরাগ, সহ-সভাপতি জাগাঙ্গীর আলম, সহ-সম্পাদক সুবোধ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপুলসহ ১১ জনের স্বাক্ষরিত কপি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে।
বণিক কল্যাণ সমিতির কয়েক জন সদস্য জানান, বণিক কল্যাণ সমিতি গঠনের পর থেকে কয়েক লাখ টাকার হদিস ছিলো না। রাতের পাহারাদাররা (নাইট গাড) প্রতি মাসে তাদের বেতনও পাচ্ছিল না। এক কথায় মহেশপুর বণিক কল্যান সমিতি চলছিলো খুরিয়ে খুরিয়ে।
রাতের পাহারাদার এরেং বাদশা জানান, ২০২০ সালের ২৯ ফ্রেরুয়ারী মহেশপুৃর অডিটোরিয়ামে বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ফশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আফাজ পরাগ, সহ-সভাপতি জাগাঙ্গীর আলম, সহ-সম্পাদক সুবোধ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপুল, ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুলাহ আল মোমিন, নির্বাহী সদস্য বিল্লাল হোসেন, উন্দ্রজিত কুমার দাস, আজাদ রহমান ও জাহাঙ্গীর আলম বিপুল ভোটে নির্বাচিত হন।
তিনি আরো জানান, নির্বাচনের পর থেকে আমরা প্রতি মাসের ৫ তারিখে বেতন পেয়ে আসছিলাম।
মহেশপুর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফাজ পরাগ জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ তাছাড়া বণিক কল্যাণ সমিতি নিয়ে কয়েক জন বিরুপ মতব্য করায় আমরা সকলেই পদত্যান করেছি। আমাদের পদত্যাগের কপি উপজেলা সমাজ সেবা অফিস, বণিক কল্যাণ সমিতির উপদেষ্টা পৌর মেয়র আব্দুর রশিদ খানের কাছে জমা দিয়েছি। তিনি আরো জানান, আমাদের পদত্যাগের কপি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply