অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিগত মাসগুলোতে ইহুদিবাদীদের হাতে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আটকের ছবি প্রকাশের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বেসামরিক বন্দিদের নগ্ন করা এবং তাদের চোখ বেঁধে ফেলে রাখার ঘটনায় সবার মানসপটে ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী (আইএস) দায়েশের অপতৎপরতার কথা ভেসে ওঠে।
তাকফিরি জঙ্গিরা সাধারণ মানুষকে অপমান করতে ও তাদেরকে ভয়-ভীতি দেখাতে এই দুই দেশের অনেক বেসামরিক নাগরিককে চোখ বেঁধে এভাবে মাটিতে ফেলে রাখত।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকের মতে, ইহুদিবাদী ইসরাইল ও আইএসের মধ্যে অনেক দিক দিয়ে মিল রয়েছে।
আইএসের রূপ ধারনকারী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ছবিটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে
তারা ইসরাইল ও আইএসের মধ্যে যেসব দিক দিয়ে মিল খুঁজে পেয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা, শিশুদের হত্যা, হাসপাতাল, ত্রাণকেন্দ্র ও ত্রাণবাহী যানবাহনে হামলা, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার, মানুষের জন্য পানি বন্ধ করে দেয়া, প্রাণ বাঁচানোর জন্য অতি জরুরি জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা, বর্ণবাদ, জোরপূর্বক অভিবাসন, আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন লঙ্ঘন করা, বন্দিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা চালানোর ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য না করা, গণহত্যা ও অপরের ভূমি জবরদখল এবং মসজিদ ও গীর্জাসহ অন্যান্য সাংস্কৃতিক পরিচয় ধ্বংস ইত্যাদি।
https://media.parstoday.ir/video/4c6c5501755d5a2h340.mp4
Leave a Reply