ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে, গামছা ও মাথাল বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার ২৯ এপ্রিল দুপুর ১ টার সময় মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাংঙ্গী গ্রামে প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি উপস্থিত থেকে ১শ কৃষকের মাঝে এই কৃষি সরঞ্জামাদি বিতরণ করেন। এ সময় দরিদ্র কৃষকদের মধ্যে একটি মাথাল, একটি কাস্তে ও একটি গামছা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর ইয়াসিন আলী, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস সহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাশরুম চাষি হুযাইফা মাশুরুম চাষি আব্দুর রহমান, শাহনাজ পারভীন, নাসরিন খাতুন, সুমাইয়া আক্তার সুমি।
কৃষক আক্কাস খান বলেন, নালিয়ারডাঙ্গী গ্রামে সিয়া সিডের রাজধানী করা হবে।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কৃষক আক্কাস খান ইতিমধ্যে মাগুরা জেলার একজন সফল কৃষক ও উদ্যোক্তা। সে ইতিমধ্যে বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ করে চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও তিনি মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ও মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের কৃষিবিদদের অশেষ ধন্যবাদ জানান।
Leave a Reply