এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থার (সিও) বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকা,টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম। গতকাল সকাল ১১ টায় জোহান ড্রীম ভ্যালী পার্ক অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য, অডিও রেকর্ডিং এবং ভিডিও প্রর্শনের মাধ্যমে তথ্যভিত্তিক প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।
এতে বলা হয় সিও সংস্থা সরকারী সকল নিয়ম কানুন মেনে পরিচালিত হয়। এই সংস্থার সকল কার্যক্রম পর্যবেক্ষণ,মনিটরিং এবং অডিটের জন্য সরকারের রেগুলেটরি কমিশন সার্বক্ষণিক নজরদারী করে থাকে। এই সংস্থা অসহায় মানুষের পাশে থেকে তাদের স্বাস্থ্য,শিক্ষা ও আর্থিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। লিখিত বক্তব্যে সংস্থার পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান বলেন,সংস্থার সাবেক কিছু কর্মচারী যারা অর্থ আত্মসাৎ,দূর্নীতি এবং অনিয়মের দায়ে চাকরিচ্যূত তারা নিজেদের অপকর্ম ঢাকতে এবং আইন আদালতের শাস্তি থেকে রেহাই পেতে সংস্থার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক (ঋণ কর্মসূচী) ওবায়দুর রহমান, পরিচালক (ট্রেনিং এন্ড রিসার্স) সরোজ কুমার দাস, লিগ্যাল এডভাইজার এ্যাড টিপু সুলতান ও এমআইএম অফিসার রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন জানানো হয়, ১৯৮৬ সাল থেকে সিও সংস্থাটি ঝিনাইদহসহ দেশের ৪৩ টি জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে শত শত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর্থিক সুবিধার পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ, বহুবিবাহ রোধে সচেতনতা, যৌতুক, আত্মহত্যা রোধসহ নানা সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।
সংস্থার পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান বলেন, সিও এনজিওটি সাধারণ মানুষের ভালোবাসায় আজ মহিরূহে পরিণত হয়েছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,যদি কেউ ঋণ নিয়ে সঠিকখাতে ব্যয় না করে তা হলে সে ক্ষগ্রিস্ত হবে এটাই স্বাভাবিক। তিনি বলেন,সিও সংস্থা সম্পর্কে না জেনে অনেকেই বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন এতে আমরা কষ্ট পেয়েছি প্রতিবাদও করেছি। তিনি সিও সংস্থা পরিচালনায় সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
Leave a Reply