27 Feb 2025, 03:38 am

ইয়ানূর রহমান : ট্রেনে উঠতে গিয়ে ছাত্রী শিক্ষিকাকে লাথি মেরে আহত করেছেট্রেনের চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০মিনিটে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে বেনাপোলগামী এক ট্রেনে।

ভুক্তভুগী শিক্ষিকা দুইজন শিক্ষার্থী সাথে নিয়ে স্কাউট পুষ্প ক্যাম্পে অংশ নিতে ঝিকরগাছা যাচ্ছিলেন। তিনি ওই স্কাউট ইউনিটটির নেতৃত্ব দেয়ার কথা ছিল। এ সময় ট্রেন চালকের লাথিতে নাক ফেটেছে এক স্কুল শিক্ষিকার। চালকের লাঠির আঘাতে আহত হয়েছে শিক্ষিকার সাথে থাকা ইরিন জাহান লিজা নামের এক স্কুল ছাত্রী। অভিযুক্ত ট্রেন পরিচালকের নাম আল মামুন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেনাপোলগামী ট্রেনে যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল। প্রচণ্ড ভীড়ে ট্রেনে উঠতে না পেরে ওই স্কুল শিক্ষিকা ও শিক্ষার্থী দুজনকে নিয়ে ট্রেনের মাঝ বরাবর থাকা ট্রেন পরিচালকের (গার্ড) রুমের সামনে গিয়ে তাদের উঠাতে অনুরোধ করেন।

ট্রেন ছাড়ার মুহূর্তে বারবার অনুরোধের এক পর্যায়ে ট্রেনের পরিচালক ক্ষিপ্ত হয়ে ওই স্কুল শিক্ষিকার মুখে লাথি মারেন এবং লাঠি দিয়ে এক ছাত্রীকে বেধড়ক পেটান। ট্রেন পরিচালকের লাথিতে শিক্ষিকার নাক দিয়ে রক্ত বের হয়। এসময় লাঠির আঘাতে স্কুল ছাত্রী ইরিন জামান লিজা আহত হন।

ভুক্তভোগী স্কুল শিক্ষিকা জানান, কোনো কূল কিনারা না পেয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা স্টেশন মাস্টার অনুপ কুমার মন্ডলকে জানালে তিনি ৯৯৯-এ বিষয়টি অভিযোগ আকারে জানান।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার অনুপ কুমার মন্ডল ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগের সময় ওই নারীর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বলে।

তিনি আরও জানান, দায়িত্বে থাকা গার্ড খুলনার নয়, তিনি রাজবাড়ীর গার্ড। নাম যতদূর জেনেছি, আবদুল্লাহ আল মামুন। আগামীকাল স্টেশনের বড় মাস্টার আসলে বিষয়টির সুরাহা হবে।

যশোরে ট্রেন চালকের লাথিতে ছাত্রী ও শিক্ষিকা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক হাতুড়ের কাছে কান পরিষ্কারের জন্য গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কোয়ারা গ্রামের যুবক শ্যামল প্রামাণিক। এ সময় তার কান দিয়ে গলগল করে বেরিয়ে আসে রক্ত। তারপরই কার্যত দিশেহারা হয়ে পড়েন ওই যুবক। বিপাকে পড়েন হাতুড়েও।

তবে রক্ত বন্ধ করার জন্য বিশেষ পরামর্শ দেন ওই হাতুড়ে। সেটা আবার করেও দেখান। তিনি শ্যামলের কানের ভেতর এমসিল আঠা ঢেলে দেন। শ্যামলের স্ত্রী সঞ্চিতার দাবি, হাতুড়ে বলেছিল কানে আঠা ঢুকিয়ে দিতে। এতে রক্ত বন্ধ হয়ে যাবে। এরপর আপনা থেকে সেই আঠাও বেরিয়ে আসবে।

কিন্তু সেসব আর হয়নি। কান পরিষ্কার শেষে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন শ্যামল। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয় তার। রাতটা কোনোরকমে বাড়িতে কাটান। এরপর রবিবার ভোর হতেই তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

এই হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, শ্যামলের কানের ভেতর আঠা একেবারে শক্ত হয়ে বসে গেছে। এরপর চিকিৎসকরা কোনোরকমে সেই আঠা বের করে আনেন। তবে এই আঠা যে সে আঠা নয়। টিউবওয়েলের পাইপ জুড়তে এ ধরনের কড়া আঠা ব্যবহার করতে হয়। সেই আঠাই শ্যামলের কানে ঢেলে দেন হাতুড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, কানের পর্দা নষ্ট হয়ে গেছে শ্যামলের। এদিকে সেই হাতুড়ের খোঁজ করছে পুলিশ। অন্যদিকে, এভাবে কানের ক্ষত মেরামত করতে এমসিল ঢালার ঘটনাকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। তবে কি কানকে তিনি পানির পাইপ লাইন ভেবেছিলেন?

যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন গাড়ি চালক শ্যামল। মারাত্মক যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেয়েছেন তিনি। তবে শ্রবণশক্তি তিনি অনেকটাই হারিয়েছেন। কাটোয়া মহকুমা হাসপাতালের সরকারি চিকিৎসকরা তাকে সুস্থ করার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছেন। তার কানের পর্দার মেরামতির কাজও করা হবে।

এদিকে, স্বামী প্রাণে বেঁচে যাওয়ায় হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে শ্যামলের স্ত্রী সঞ্চিতা। স্বামীকে নিয়ে এখনও ব্যস্ত তিনি। তবে এই ধরনের ঘটনা যে বাস্তবে হতে পেরে তা জেনে শিউরে উঠছেন অনেকেই। অভিযুক্ত হাতুড়ের কড়া শাস্তি চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভারতে হাতুড়ে ডাক্তারের কান্ড ; রক্ত বন্ধ করতে কানের ভেতর ঢেলে দিলেন আঠা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ১২৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৭ হাজার ৫৪৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫১০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৪১৭ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৩৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৮৩০ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৮৬২ জনে।

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ১৭২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩৪৭ জনের।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১২০ জন, রাশিয়ায় ৩৭ জন, তাইওয়ানে ৬১ জন এবং ফ্রান্সে ২৭ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭১৫ জনের মৃত্যু ; শনাক্ত ১ লাখ ৯ হাজার ১২৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না। যারা বাধা দেবে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল মানুষের সেবার জন্য। আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই। রংপুর বিভাগে সর্ববৃহৎ হাসপাতাল ও সর্বোচ্চ আধুনিক যন্ত্রপাতি আছে। এরপরও কেন সেবা পাবে না মানুষ। তাই নিশ্চিত করতে চাই, যারা বাধা দেবে তাদের আমরা রাখবো না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রংপুরে ভালো সেবার উদ্দেশ্যে ১০০ শষ্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে প্রায় ৮০ বেডে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের মেশিনারিজ আছে। প্রয়োজনে আরও মেশিনারিজ ও জনবল নিয়োগ করা হবে, নবনির্মিত হাসপাতালটিতে যতদ্রুত সম্ভব আনুষ্ঠানিক সেবা শুরু করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রংপুর নগরীর সাবেক সদর হাসপাতালের প্রায় দুই একর জমির ওপর শিশু হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়েছে। মূল হাসপাতাল ভবনের তিনতলা পর্যন্ত প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এছাড়া নির্মাণ করা হয়েছে তিনতলাবিশিষ্ট সুপারিন্টেনডেন্ট কোয়ার্টার। ষষ্ঠ তলায় ডক্টরস কোয়ার্টার। নিচতলায় গাড়ি পার্কিং। দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট।

ছয়তলাবিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দ্বিতলবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টারও আছে। এছাড়া বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্য নির্মাণ হয়েছে একটি ভবন। এতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা।

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইয়ানূর রহমান : স্বাক্ষ্য দিতে না যাওয়ার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বর্তমান ও সাবেক ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি করেছেন পৃথক তিনটি আদালত। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এ কপি হাসপাতালের প্রশাসনিক শাখায় পৌছেছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

সিভিল সার্জন জানান, হাসপাতালে রোগীর জখমি, মৃত ব্যক্তি ময়নাতদন্তসহ বিভিন্ন মামলার প্রতিবেদন দিয়ে থাকেন। পরবর্তীতে প্রতিবেদনের আলোকে আদালত চিকিৎসকের সাক্ষ্য (বক্তব্য) নেওয়ার জন্য তলব করেন। কিন্তু একাধিকবার স্বাক্ষ্য দিতে না যাওয়ার কারণে চুয়াডঙ্গা, যশোর ও নাড়াইল আদালত অবমাননার অভিযোগে চিকিৎসকদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আগামী ৯ মার্চ চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ১৪ মার্চ যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির হতে হবে।

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, সমন পাওয়া চিকিৎসকরা হচ্ছেন মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, ঝিনাইদহ মেটসের পরিচালক ডা. আরিফ আহম্মেদ, নড়াইল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজল মল্লিক, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুজ্জামান ডিটু, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, সাবেক চিকিৎসক ডা. মুসতাঈনবিল্লাহ, ডা. হাসান মাহমুদ হাদী, সাবেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হাসপাতালে বর্তমানে কর্মরত ডা. কল্লোল কুমার সাহা সহ তিনজন রয়েছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, চুয়াডাঙ্গা থেকে কোন চিঠি আগে পাইনি। এছাড়াও হাসপাতালের কাজ করতে গিয়ে আদালতে যাওয়া হয় না। এবার প্রথম সিভিল সার্জনের মাধ্যমে আদালতের চিঠি হাতে পেয়েছি। নির্ধারিত সময়ে
আদালতে হাজির হবো।

তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, সিভিল সার্জনের অফিস থেকে দেওয়া আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। হাসপাতালের পক্ষ থেকে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিঠি দেওয়া হচ্ছে।

 

 

 

আদালতে স্বাক্ষ্য দিতে না যাওয়ায় যশোর জেনারেল হাসপাতালের ১২ চিকিৎসকের নামে সমন জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৭২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৫ হাজার ৮৯৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৭৮৭ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৪২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২১১ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৮৭৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ২২০ জনে।

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ২১৩ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭৭২ জনের।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৩২ জন, তাইওয়ানে ৬৫ জন, ফ্রান্সে ৩৫ জন, রাশিয়ায় ৩৬ জন এবং হাংগেরিতে মৃত্যু হয়েছে ৩১ জনের।

 

 

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৮৭৩ জনের মৃত্যু ; শনাক্ত ১ লাখ ২৫ হাজার ৫৭২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। তবে এসময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ছয়জন। বাকি তিনজন ঢাকার বাইরের। গত ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৮২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হ ৩৫৮ জন।

অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩০১ জন ও ঢাকার বাইরের ৩৩২ জন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন।

বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে আলোচিত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

 

 

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি