অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে কুমিল্লায় গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলার মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় তিন জনকে আটক করে পুলিশ। এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিকেটিং করার সময় একজনকে আটক করা হয়। ওই ঘটনায় তিনটি গাড়ি ভাঙচুরের কথা জানায় পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চৌদ্দগ্রাম উপজেলা অংশে গাড়ি ভাঙচুরের সময় আরও একজনকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলার ঘটনায় আটক ছাত্রদল নেতারা হলেন– ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক তানিম, মাধবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. রহমতুল্লাহ।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় আটক হন ছাত্রদল নেতা আতিক রুবেল। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সমর্থক ও মহানগর শাখার সাবেক সিনিয়র সহসভাপতি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ হাতেনাতে ছাত্রদলের ৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।