স্টাফ রিপোর্টার : অবৈধভাবে ভারতে বসবাসরত ৪ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ কর্তৃক বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার ভারতের রামনগর বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুরস্থ ৫৮ বিজিবি’র অধীনস্থ খোসালপুর বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ৪ জন নারী ও পুরুষ বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমনকালে বিএসএফ কর্তৃক আটক হয়।
বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে এবং বর্ণিত ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবি’কে প্রেরণ করে।
বিজিবি কর্তৃক উল্লেখিত ০৪ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করতঃ আজ ২৪জুলাই বিকাল সাড়ে ৫টায় সীমান্ত পিলার-৬০/৩৭-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে গ্রহন করা হয়।
উল্লেখিত ব্যক্তিদের সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।