অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেছেন, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
সিডনি থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
ক্রিসাফুলি বলেন, ’কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ফলে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা।
আঞ্চলিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ৩ লাখ ১৮ হাজার ৩৮৭টি আবাসিক বাড়ি এবং কারখানা এবং নিউ সাউথ ওয়েলসে প্রায় ১৬ হাজার আবাসিক বাড়ি এবং কারখানা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।