অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের সব প্রাথমিক বিদ্যালয় এক শিফটে আনার পরিকল্পনা করছে সরকার। জানুয়ারি থেকেই এসব বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে।
রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ‘আমরা পরিকল্পনা করছি দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এটা কার্যকর করতে পারব বলে আশা করছি।’
সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, ‘সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে এক শিফট চালুর করা হবে।’
গত ১২ মে প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট ও দুই শিফট উভয় কার্যসূচিতেই শিক্ষা কার্যক্রম চালু হয়।
সেই থেকে এক শিফটের বিদ্যালয়ে সকাল ৯ থেকে প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস এবং ১১টা ৩০ মিনিট থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়ে আসছে।
Leave a Reply