June 30, 2025, 12:49 pm
শিরোনামঃ
মহেশপুরে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা মাগুরায় জুতা তৈরি করা নিয়ে মুচির বাটালির কোপে কিডনি দ্বিখণ্ডিত  জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার চুড়ান্ত প্রস্তুতি পর্বে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে মালয়েশিয়ায় আটককৃত ৩৬ বাংলাদেশি আইএসের সঙ্গে যুক্ত আগামীকাল দায়িত্ব নিচ্ছেন  বিশ্বব্যাংকের বাংলাদেশ-ভুটান বিভাগের নতুন পরিচালক জ্যঁ পেম রাজধানীর মতিঝিলে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে অনলাইন জিডি রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় শুকুর আলীর ১০ বছর কারাদণ্ড ঝিনাইদহে চাষ হচ্ছে রাম্বুটান-অ্যাভোকাডো-আঙুরের
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা গাজায় অনেক অর্থ ও খাবার পাঠাচ্ছি, কারণ মানুষ মারা যাচ্ছে। যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও মানবিক কারণে জড়িয়ে পড়েছি আমরা।

তিনি আরও বলেন, অনেক মানুষ খাবার পাচ্ছে না। সহায়তা পাঠালেও কিছু দুর্বৃত্ত তা চুরি করে বিক্রি করছে। তবে এখন একটা ভালো ব্যবস্থাপনা হয়েছে। দুঃখজনকভাবে অন্য দেশগুলো সাহায্য করছে না—শুধু আমরাই করছি, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের দায়িত্ব।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছে যে হয়তো বহুদিন পর গাজা উপত্যকায় সাময়িক হলেও শান্তির সুবাতাস বইবে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোন পক্ষই যুদ্ধবিরতির শর্ত বা কাঠামো ঘোষণা করেনি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর ইসরায়েলি সামরিক অভিযানে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা গাজায় চরম খাদ্য সংকট তৈরি করেছে, পুরো জনগণকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আদালতগুলোতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page