অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অপেক্ষার প্রহর শেষ। উদ্বোধনের অপেক্ষায় রাজধানীবাসীর বহুল প্রতিক্ষীত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগামী শনিবার (২ সেপ্টেম্বর) পুরোনো আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিভিআইপি, ভিআইপি, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপক লোকসমাগম হবে। তাদের যানবাহনের গমনাগমন ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা প্রণয়ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্র্যাফিক-তেজগাঁও বিভাগ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।