April 14, 2025, 10:32 pm
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বেগম খালেদা জিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লন্ডনে ছেলের বাসায় ‘আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন’ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

সাংবাদিকদের তিনি জানান, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।’

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ম্যাডামের চিকিৎসা তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বাসা থেকেই হচ্ছে। বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, শর্মিলা রহমানসহ তিন নাতনি আছেন। ব্যারিস্টার জায়মা রহমান (তারেক রহমানের মেয়ে), জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান (প্রয়াত আরাফাত রহমানের মেয়ে) তাদের দাদির সেবাযত্ন করছেন।

এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেক বেটার আছেন। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে।

অধ্যাপক জাহিদ বলেন, ‘আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। এ মুহূর্তে ম্যাডাম তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে অর্থাৎ প্রফেসর প্যাট্টিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস এবং ড. ব্যারেডের অধীনে  চিকিৎসাধীন আছেন।’

তিনি বলেন, ‘সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন বাসায় ম্যাডামের চিকিৎসা চলছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে-মধ্যে সেটাও করা হচ্ছে।

দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশি সবার কাছে বিএনপি চেয়ারপারর্সনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ।

কবে নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম কবে নাগাদ দেশে যাবেন এটা এখনো বলা যাবে না। এখানকার চিকিৎসকরা যেদিন তাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা ম্যাডাম মনে করবেন যে, বিদেশ থেকে দেশে যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন তখনই ইনশাল্লাহ তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফেরত যাবেন।’

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্ররো আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।

সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় উঠেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page