অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ সংসদ নির্বাচনের আসন সীমানা ঠিক রেখেই এই খসড়া প্রকাশ করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভার পর মঙ্গলবার ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আসন সীমানা যা ছিল তা রেখেই খসড়া প্রকাশ করা হবে। চলতি মাসে এই খসড়া প্রকাশের পর বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আপত্তি এলে সেগুলো বিবেচনায় নেওয়া হবে।’
এরইমধ্যে আসন সীমানা নিয়ে ২৫টির মতো আবেদন এসেছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘অনেকেই নিজ উদ্যোগে দাবি-আপত্তির আবেদন করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আসা আবেদনগুলো শুনানি করে বিধি বিধানের আলোকে চূড়ান্ত আসন সীমানা ঘোষণা করা হবে।’
সংসদীয় আসন সীমানায় পরিবর্তন আসবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমরা খসড়া প্রকাশ করবো। তারপর নির্ধারিত সময়ের মধ্যে যেসব আবেদন আসবে সেগুলি শুনানি করে বলা যাবে কয়টায় কী হয়েছে। এরপর চূড়ান্ত হবে কয়টা আসনের সীমানা পরিবর্তন হচ্ছে।’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মঙ্গলবারই প্রথম বৈঠক করল কাজী হাবিবুল আউয়াল কমিশন। সিইসিসহ অন্য কমিশনাররা এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply