অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করার পর দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। আজ থেকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর আমদানি কর কার্যকর করতে যাচ্ছে চীন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া কিছু পণ্যের উপর আজ থেকে শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর কিছুক্ষণ পর চীনের অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, তারা যুক্তরাষ্ট্রের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও কিছু গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।
এটি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, আজ থেকে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। এছাড়া মার্কিন অপরিশোধিত তেল, কৃষিযন্ত্রপাতি ও বৃহৎ ইঞ্জিনবিশিষ্ট গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
Leave a Reply