অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে দেশে প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম সানজিদা আক্তার (৩০) বলে জানা গেছে।
বুধবার (১৬ জানুয়ারি) রাতে মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।। এটিই এদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত কারো প্রথম মৃত্যুর ঘটনা।
সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আরিফুল বলেন, ওই নারী গতকাল সন্ধ্যা ৭টায় মারা গেছেন। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম। তবে তিনি যে এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, এমনটি বলা যাবে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
সংক্রামক ব্যাধী হাসপাতালের সংশ্লিষ্টরা বলছেন, তিনি জটিল অন্য আরেক রোগে আক্রান্ত ছিলেন। সেকেন্ডারি ইনফেকশন হিসেবে এইচএমপিভি-তে আক্রান্ত হন।
সংক্রামক ব্যাধী হাসপাতালের চিকিৎসাধীন ওই নারী কিডনী জটিলতা ছাড়াও ওবিস ছিল বলে জানা গেছে।
Leave a Reply