‘হে ঈমানদারগণা! তোমরা প্রত্যেকে মহান আলাহ তা’আলার আনুগত্য কর। আনুগত্য কর তোমরা রাসূলের আর তোমাদের যারা কর্তৃত্বশীল তাদের। (সুরা ঃ নিসা ঃ আয়াত ঃ ৫৯)
১. হযরত আবূ হুরায়রা রাদিয়ালাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুলাহ সলালাহু আলাইহি ওয়া সালাম ইরশাদ করেছেন, যে লোক আমার আনুগত্য করল, সে যেন মহান আলাহ তা’আলার আনুগত্য করল। আর যে লোক আমার অবাধ্যতা করল, সে যেন মহান আলাহরই অবাধ্যতা করল। অনুরূপভাবে যে লোক আনুগত্য করল, সে আমার আনুগত্য করল। আর যে আমীরের অবাধ্যতা করল সে আমারই অবাধ্যতা করল। (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত ইবনে আব্বাস রাদিয়ালাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুলাহ সলালাহু আলাইহি ওয়া সালাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেহ যদি তার আমীর-এর মধ্যে কোনরূপ অপ্রীতিকর বিষয় লক্ষ্য করে। তাহলে যেন ধৈর্যধারণ করে। কারণ যে রাষ্ট্রশক্তি হতে এক বিঘত পরিমাণ দূরে সরে গিয়ে মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। (বোখারী ও মুসলিম শরীফ)
Leave a Reply