অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কানাডার পণ্য রপ্তানির উপর ২৫% শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা প্রতিশোধ হিসেবে মার্কিন পণ্য আমদানির উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন।
ইরান থেকে পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি : ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সড়ক প্রশাসন সংস্থার ট্রানজিট অধিদপ্তরের মহাপরিচালক জাওয়াদ হেদায়াদি বলেছেন, গত ১০ মাসে ইরান ভিতর দিয়ে সড়কপথে পণ্যৃ পরিবহনের পরিমাণ ১৫ মিলিয়ন টনে পৌঁছেছে। গত বছরের তুলনায় একই সময়ে তা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ট্রাম্পের শুল্ক যুদ্ধের সূচনা : মার্কিন ভোক্তাদের ওপর চাপ বৃদ্ধি এবং জ্বালানি,মোটরগাড়ি,কাঠ এবং কৃষি খাতে ক্ষতির বিষয়ে অর্থনীতিবিদের সতর্কতা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানির ওপর ২৫% এবং চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করেছেন।
গাজার সঙ্গে ইসরাইলকে যুদ্ধে ফিরিয়ে আনার জন্য উগ্রবাদী মন্ত্রী বেন গাভিরের প্রচেষ্টা : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার পদত্যাগী এবং উগ্রবাদী মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, ইসরাইলকে গাজার সঙ্গে যুদ্ধে ফিরে যেতে হবে।” গাজায় ইহুদিবাদী বন্দিদের হস্তান্তরের ছবি প্রকাশের প্রতিক্রিয়ায় বেন গাবির এর আগে বলেছিলেন, এই ছবিগুলোর মাধ্যমে এটা প্রমাণ করে যে এখন পর্যন্ত যা ঘটেছে তা ইসরাইলের জন্য কোনও বিজয় নয় বরং তা সম্পূর্ণ পরাজয়।
আইআরজিসি কদর ৩৮০ অ্যান্টি ডেস্ট্রয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে : ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির নৌ বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার অ্যান্টি ডেস্ট্রয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর-৩৮০’র ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে। আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন, ক্ষেপণাস্ত্র শহরগুলোর উন্মোচন করা হয়েছে যাতে শত্রুরা আমাদের সম্পর্কে আরো নির্ভুল হিসাব নিকাশ করতে পারে এবং শত্রুরা যেনো এমন ভুল না করে যাতে নিজেদের এবং অন্যদের জন্য সমস্যা তৈরি করে।
ফিলিস্তিনিদের মিশরে জোরপূর্বক অভিবাসনের ট্রাম্পের প্রস্তাবে সিসির ‘না‘ : গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা নিয়ে শনিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-সিসি এর আগে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।
ডেনমার্কে আবারও পবিত্র কোরআনের অবমাননা : সুইডেনে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া ইরাকি খ্রিস্টান অভিবাসী সালওয়ান মোমিকার মৃত্যুর মাত্র কয়েকদিন পর অতি-ডানপন্থি ডেনিশ দল “দ্য হার্ড ওয়ে”-এর নেতা রাসমাস পালুদান আবারও কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপি প্রদর্শন করেছেন। পালুদান এর আগে গত বছরের জানুয়ারিতে সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপি পুড়িয়ে ছিলেন যা অবমাননাকর ছিল। এই ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েছিল। তার এই কর্মকাণ্ড সম্পূর্ণ পুলিশি পাহারায় এবং সুইডিশ কর্তৃপক্ষের অনুমতিক্রমে সম্পন্ন হয়েছিল।
ইরানের রেল করিডোর উন্মুক্ত পানিসীমায় পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ ও নিকটতম রুট : তেহরানে কাজাখস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ওন্টালাপ ওনালবায়েভ বলেছেন, ইরানের রেলওয়ে করিডোর উন্মুক্ত পানিসীমায় পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ এবং নিকটতম রুট।
Leave a Reply