অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কওয়াং চল এক বিবৃতিতে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের বৈরিতার চেষ্টা সম্পর্কে যথার্থভাবে সচেতন এবং শেষ মুহূর্ত পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। অর্থাৎ তারা যথাযথভাবে যুক্তরাষ্ট্রের শত্রুপ্রবণতার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে বলে ইঙ্গিত করেছেন। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানদের বৈঠক মঙ্গলবারের বৈঠকের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন উত্তর কোরিয়ার মন্ত্রী।
মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাস তেহরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের নতুন অভিযোগের জবাব : মেক্সিকোতে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মেক্সিকোতে দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার জন্য ইরান চেষ্টা চালিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা ডাহা মিথ্যাচার ও মিডিয়ার কল্পকাহিনী। দুই দেশের ঐতিহ্যবাহী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতেই এমন অভিযোগ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা জোরালোভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও মেক্সিকোর স্বার্থ অভিন্ন এবং মেক্সিকোর নিরাপত্তা ও মর্যাদা ইরানেরও নিরাপত্তা ও মর্যাদা; আমরা কখনই মেক্সিকোরের আস্থা ভঙ্গ করব না। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয়ও এর আগেই এই নতুন মার্কিন-ইসরায়েলি অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কাছে ওই অভিযোগের বিষয়ে কোনো তথ্য নেই।
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবিতে মার্কিন কংগ্রেস সদস্যদের অনুরোধ : ১২৫ জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান শুক্রবার এক যৌথ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর এবং বেসামরিক ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। একই সময়ে ১০৪ জন কংগ্রেস সদস্য পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস বন্ধ করার দাবি করেছেন। ওই ১০৪ জন কংগ্রেস সদস্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেখা এক চিঠিতেও ইসরায়েলের এই পদক্ষেপকে নিপীড়নমূলক ও বেআইনি বলে অভিহিত করে বলেছেন, এই নীতি শুধু পশ্চিম তীরের বিপন্ন মানুষের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, এটি আমেরিকায় ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থনও ক্ষুণ্ন করতে পারে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননের ওপর অভিযানের ধারাবাহিকতায় বিলেইদা শহরে হামলা করেছে। ইসরায়েলি আগ্রাসী ড্রোনগুলো মারজাইউন অঞ্চলের নাবাতিয়ে প্রদেশের বিলেইদা শহরের একটি এলাকায় দু’টি হামলা চালায়। কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই এলাকায় নির্মাণযন্ত্র ও একটি এক্সকাভেটর লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তা ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের হিজবুল্লাহ এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার ও লেবাননের জনগণকে উদ্দেশ্য করে বলেছে, তারা ঘোষণার মুহূর্ত থেকে আজ পর্যন্ত যুদ্ধবিরতির ধারা বাস্তবায়ন ও লেবানন সরকারের প্রতি তাদের পূর্ণ আনুগত্য বজায় রেখেছে।