অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে ১৪ দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
বিএনপি বিদেশি প্রভুর ওপর ভর করে আন্দোলন করছে মন্তব্য করে হানিফ বলেন, বিএনপির ভরসা বিদেশি প্রভু। তাদের ওপর ভর করে আপনাদের আন্দোলন শেষ হয়ে গেছে। আহ্বান জানাবো, এখনো সময় আছে আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করে নির্বাচনে আসুন।
তিনি বলেন, আপনারা অনেক আন্দোলন করেছেন। আন্দোলন আন্দোলন খেলা শেষ হয়ে গেছে। আপনাদের আন্দোলনের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। আমরা আগেও বলেছি যে আন্দোলনে মানুষের সম্পর্ক নেই, সেই আন্দোলন সফল হতে পারে না। আজ তা প্রমাণ হয়েছে। গত ২৮ অক্টোবর নতুন করে আবার বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে নতুন করে সহিংসতা দেখা গেলো। এর মধ্যদিয়ে আবার বিএনপির স্বরূপ উন্মোচিত হলো।
তিনি বলেন, দেশের মানুষ ভেবেছিল বিএনপি নামক সন্ত্রাসী দলটি অতীতে যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে হয়তো সহিংসতার পথে পা বাড়াবে না। কিন্তু তা প্রমাণ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৈরি দল বিএনপি। এরা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী। ২৮ অক্টোবর আবার সহিংসতা করে প্রমাণ করেছে এরা দেশে ধ্বংসাত্মক কার্যকলাপের বাইরে নেই।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর আন্দোলনের নামে পুলিশ হত্যা করেছে, পুলিশ সদস্যদের আহত করেছে, ৩০ এর বেশি সাংবাদিক বন্ধুদের আহত করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এরা আইনের শাসন, বিচারব্যবস্থায় বিশ্বসাী নয়। এরা ক্ষমতায় থাকতে নিজেরা দেশকে জঙ্গিবাদের ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল। এখনো তাদের লক্ষ্য একটাই।
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, দেশের মানুষ শান্তি উন্নয়ন-অগ্রগতি দেখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। সেখানে তারা উন্নয়ন ব্যাহত করতে চায়।
আন্দোলনের নামে সহিংসতা করার জন্য আবার যদি কখনো রাজপথে নামেন ১৪ দলের নেতাকর্মীরা শক্তভাবে আপনাদের প্রতিহত করে নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে দেশকে এগিয়ে দেবে- বলেন হানিফ।
সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে জানিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, বর্তমান নির্বাচন ইসি পরিচালনা করবে। নির্বাচনে অংশ নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করুন এবং সেইসঙ্গে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
Leave a Reply