অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৮১৭ জন। আফগানিস্তান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছে। রোববার ৩১ আগস্ট গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সোমবার ১ সেপ্টেম্বর সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের বেড়ে ৮১২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ২ হাজার ৮১৭ জন।
এরআগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৬ মাত্রার এই ভূমিকম্পে ১ হাজার ৫০০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং মৃতের সংখ্যা ৬২২ জন।।
রয়টার্সের ফুটেজে দেখা গেছে , হেলিকপ্টার দিয়ে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। এসময় একটি বাড়ি ধসে যায় বলেও জানানো হয়। চিকিৎসকরা আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে সাহায্য করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনার প্রদেশে তিনটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং আরও অনেক গ্রামে যথেষ্ট ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা” রয়েছে।
এদিকে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে বহু সংখ্যক বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত ও আহত হতে পারেন।