অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের বিজ্ঞানীদের আরো অনেক বেশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমেরিকাকে মোকাবেলা করতে হলে অনেক বেশি কৌশলগত পরমাণু অস্ত্র প্রয়োজন।
আজ (রোববার) উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই খবর দিয়েছে।
আমেরিকায এবং দক্ষিণ কোরিয়ার শত্রুতার কথা উল্লেখ করে কেসিএনএ জানিয়েছে, এই শত্রুতা মোকাবেলার জন্য দ্রুত পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করতে বিপুল পরিমাণে কৌশলগত পরমাণু অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা দরকার।
কিম বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় পিয়ং ইয়ংয়ের উচিত সামরিক শক্তি দ্বিগুণ করা। তিনি বলেন, এ সমস্ত অস্ত্র এমনভাবে মোতায়েন করতে হবে যাতে দক্ষিণ কোরিয়া সামগ্রিকভাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকে।
Leave a Reply