অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন হলো ‘অরাজকতা ও বিশৃঙ্খলার প্রতীক’। ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন আচরণের সামনে রিপাবলিকানরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও তিনি অভিযোগ করেন।
বারাক ওবামা ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যের দুইটি নির্বাচনী সমাবেশে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিন এবং ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিন।
ইরানি সংবাদসংস্থা ইসনা’র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার এবং নিউ জার্সিতে মিকি শেরিল-এর সমর্থনে ভাষণ দিতে গিয়ে ওবামা বলেন, আমেরিকা এখন অন্ধকার যুগের মধ্য দিয়ে যাচ্ছে এবং হোয়াইট হাউস থেকে প্রতিদিনই নতুন নতুন নিষ্ঠুরতা ও আইন ভঙ্গের ঘটনা ঘটছে।”
ওবামা ট্রাম্পের শুল্কনীতিকে ‘বিশৃঙ্খল’ ও দেশের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনকে ‘ভয় ও অযৌক্তিকতার প্রতীক’ বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, “রিপাবলিকানরা জানে যে, ট্রাম্প সীমালঙ্ঘন করছে, তবুও তারা চুপ থাকে। কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থ রক্ষার জন্য তার সামনে নতজানু হয়ে আছে।”
নিউ জার্সির নিউয়ার্ক শহরের আরেক সমাবেশে ওবামা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “আমেরিকায় এখন প্রতিদিনই হ্যালোইন— কেবল ফাঁদ আছে, মিষ্টি কিছু নেই!”
তিনি আরও ঠাট্টা করে বলেন, “ট্রাম্প এখন খুব গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে ব্যস্ত— যেমন রোজ গার্ডেনের রাস্তা পাকা করা এবং ৩০০ মিলিয়ন ডলারের একটি নাচের হল তৈরি করা!”
ভার্জিনিয়া ও নিউ জার্সি— দুই অঙ্গরাজ্যেই গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এখন বেশ জোরেসোরে চলছে। সাম্প্রতিক জরিপগুলো দেখাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। বিশ্লেষকদের মতে, ওবামার সক্রিয় অংশগ্রহণ ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে এবং নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।