“তুমি তোমার প্রতিপালকের দিকে ডাক দাও।” (সুরা ঃ কাসাস ঃ আয়াত ঃ ৮৭)
“তুমি তোমার প্রতিপালকের পথের দিকে সুকৌশলে ও সদুপদেশের মাধ্যমে আহবান কর।” (সূরা ঃ নাহল ঃ আয়াত ঃ ১২৫)
“তোমরা সৎকাজ ও মহান আলাহর ভীতির ব্যাপারে পরস্পর সাহায্য কর।” (সূরা ঃ মায়িদাহ ঃ আয়াত ঃ ২)
“তোমাদের ভিতরে একন একটি দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে ডাকতে থাকবে।” (সূরা ঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ১০৪)
১. হযরত আবু মাসউদ উকবা ইবনে আমর আল-আনসারী বাদরী রাদিয়ালাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন- রসুলুলাহ সলালাহু আলাইহি ওয়া সালাম বলেছেন, যে লোক কোন ভালোর পথ দেখায় সে ঠিক ততটা বিনিময় পায় যতটা বিনিময় ঐ কাজ সম্পাদনকারী নিজে পায়। (মুসলিম শরীফ)
২. হযরত আবূ হুরায়রা রাদিয়ালাহু আনহু হতে বর্ণিত, রসুলুলাহ সলালাহু আলাইহি ওয়া সালাম বলেছেন- যে লোক সঠিক পথের দিকে ডাক দেয় তার জন্য এ পথের অনুসারীদের বিনিময়ের সমান বিনিময় হবে। এতে তাদের বিনিময় কিছুমাত্রও কম হবে না। আর যে লোক ভ্রান্ত পথের দিকে ডাকে তার উক্ত পথের অনুসারীদের গোনাহের সমান গোনাহ হবে। এতে তাদের গোনাহ কিছুমাত্র কম হবে না। (মুসলিম শরীফ)
Leave a Reply