অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি দাবি করেছেন, ইউক্রেনের জন্য আমেরিকার তহবিল দ্রুত ফুরিয়ে আসছে। যদি মার্কিন কংগ্রেস একটি নতুন বাজেট বিল পাস করতে ব্যর্থ হয় তাহলে পেন্টাগন শুধুমাত্র “কয়েক সপ্তাহ” ইউক্রেনে যুদ্ধে সমর্থন দিতে সক্ষম হবে।
গতকাল (সোমবার) সিএনএন’র পক্ষ থেকে কারবির কাছে জানতে চাওয়া হয় যে, কিয়েভে মার্কিন সহায়তার ওপর সরকারি শাটডাউন কী প্রভাব ফেলতে পারে। জবাবে জন কারবি বলেন, “আমি মনে করি আমাদের হাতে যে তহবিল রয়েছে তা দিয়ে আমরা আগামী কয়েক সপ্তাহ চালিয়ে নিতে পারব। তবে নতুন করে যে বাজেটের অনুরোধ করা হয়েছিল তা বরাদ্দ দেয়া না হলে শরত্কালে এবং শীতের মাসগুলোতে ইউক্রেনকে ভালভাবে সমর্থন দেয়া কঠিন হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনপ্রণেতা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, কিয়েভকে অতিরিক্ত সহায়তা দেয়ার বিষয়কে কেন্দ্র করেই মূলত নতুন বাজেট বিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব আইন প্রণেতা জানান, রিপাবলিকান দলের কিছু আইন প্রণেতা আরো আড়াই হাজার কোটি ডলার সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন আইন প্রণেতারা একটি স্টপ-গ্যাপ বাজেট বিল নিয়ে উত্তপ্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে ইউক্রেনে আরো আড়াই হাজার কোটি ডলার সহায়তা দেয়া সম্ভব হয়।