অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ভীষণ ক্ষুব্ধ ও বিরক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ (৩১ মার্চ) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় তিনি রেগে আছেন। তবে তিনি এও বলেন যে, পুতিনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং যদি রুশ নেতা সঠিক কাজ করেন, তাহলে এই ক্ষোভ দ্রুত দূর হয়ে যাবে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে রুশ তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা গৌণ শুল্ক হিসেবে কার্যকর হবে। তিনি বলেন, যদি রাশিয়া ও আমি ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে না পারি এবং আমি মনে করি এটি রাশিয়ার দোষ, তাহলে আমি তাদের সমস্ত তেল বাণিজ্যের ওপর গৌণ শুল্ক আরোপ করব।
তিনি সপ্তাহের শেষে পুতিনের সঙ্গে কথা বলারও পরিকল্পনা করেছেন জানিয়ে ট্রাম্প আরও বলেন, যদি এক মাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে রাশিয়ার তেল ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক কার্যকর করা হবে, যা চীন ও ভারতের মতো রাশিয়ার প্রধান তেল ক্রেতাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে।
গত কয়েক সপ্তাহে ট্রাম্প জেলেনস্কিকে কঠোর শর্ত মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন, অন্যদিকে পুতিনের প্রতি নমনীয় ছিলেন। তবে এবার তার বক্তব্য ভিন্ন ধারার ইঙ্গিত দিচ্ছে। এই মন্তব্যকে ট্রাম্পের রাশিয়া নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যদিও হোয়াইট হাউজ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।