অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলজিয়াম পুলিশ শুক্রবার সন্ধ্যায় গ্রীক সমাজতান্ত্রিক এমইপি ইভা কাইলি’কে গ্রেফতার করেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টদের অন্যতম। এ মামলার সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে এ মামলায় অপর চার সন্দেহভাজনকে গ্রেফতার করার পর তাকে গ্রেফতার করা হলো। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে এমন অভিযোগের ব্যাপারে তদন্তে তার নাম এসেছে।
সূত্র আরো জানায়, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য কাইলিকে আটক করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেফতার করা চার ব্যক্তির অন্যতম অংশীদার।
এর আগে রাজধানী ব্রাসেলসের ১৬ স্থানে পুলিশের অভিযানে ৬ লক্ষ ইউরো উদ্ধার হওয়ার পর বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর এদের গ্রেফতারের কথা জানান।
প্রসিকিউটররা এসব সন্দেহভাজনদের সুনির্দিষ্ট পরিচয় জানাননি বা জড়িত দেশের নাম বলেননি। এক্ষেত্রে তারা কেবলমাত্র বলেছে, এটি ছিল একটি ‘উপসাগরীয়’ রাষ্ট্র।
তবে এ মামলার ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি নিশ্চিত করে বলেছে, ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের দায়িত্ব পালন করা সদস্য ইতালীয় এক সমাজতান্ত্রিকের দুর্নীতির ব্যাপারে কাতারের সন্দেহজনক প্রচেষ্টার বিষয় ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।
Leave a Reply