November 12, 2025, 11:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন আগামী বছর হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধনে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল সহায়তা দিল দ. কোরিয়া গত অক্টোবরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাকফুল- আংটি-বদনা ফিরে পেলেন বাগেরহাটের শ্রাবণী বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউরোপ জুড়ে দাবদাহ ; গ্রিসে দাবানল মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিসে এক ডজনেরও বেশি বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে একটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসের জন্য হুমকি হয়ে উঠেছে। তীব্র দাবদাহে দক্ষিণ ইউরোপের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের পাত্রাস থেকে এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, বলকান এবং যুক্তরাজ্যও তীব্র দাবদাহের কবলে পড়েছে। বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবদাহ তীব্রতর হচ্ছে।

গ্রিস: সেনাবাহিনীর সহায়তায় গ্রিস জুড়ে বুধবার হাজার হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, ‘যেসব কর্মী আগুন নেভাতে কঠিন লড়াই করছে, তাদের জন্য পরিস্থিতি এখনো কঠিন।’

পশ্চিম গ্রিসের বেসামরিক সুরক্ষা প্রধান নিকোস গিফতাকিস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি-কে বলেন, ‘তীব্র তাপমাত্রা, দমকা বাতাস এবং কম আর্দ্রতার কারণে এমনটা হচ্ছে।’

এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা পাত্রাসের বাইরে ঝোপঝাড় এবং বনাঞ্চলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন। ঘন ধোঁয়ার কারণে সেখানে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে।

ভাথ্রাকোগিয়ানিস জানান, পাত্রাসের একটি হাসপাতাল থেকে ১২ জন শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি অবসর নিবাস থেকে ৮০ জন বয়স্ক মানুষকে সরানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ১৭শ’ শতকের একটি মঠের ছাদে আগুন জ্বলছে।

এদিকে জনপ্রিয় আইওনিয়ান পর্যটন দ্বীপ জান্তে ও সেফালোনিয়া এবং চিওসের এজিয়ান দ্বীপে আগুন ছড়িয়ে পড়েছে। জুনে চিওসে একটি বিশাল দাবানলে ৪ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়।

মঙ্গলবার পশ্চিমা আচাইয়া অঞ্চলের প্রায় ২০টি গ্রাম খালি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, চিওস এবং পাত্রাসের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভাথ্রাকোগিয়ানিস আরো বলেন, ৭১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই পশ্চিমা শহর প্রেভেজা এবং পাত্রাস এলাকার।

গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে চারটি জল-বোমা প্লেন চেয়েছে। প্রধান বিরোধী দল পাসোক সোশ্যালিস্ট পার্টি প্রতি বছর লাগা এই আগুন মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন তুলেছে।

পাসোক বলেছে, ‘আগুন প্রতিরোধে জোর দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সংস্কার করা প্রয়োজন।’

তারা আরো বলেছেন, বাহিনীগুলোর দুর্বল সমন্বয় এবং স্থানীয় জরুরি পরিকল্পনার অভাবে আগুন নিয়ন্ত্রণ করা ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ হয়ে পড়েছে।

স্পেন: স্পেনে দাবানল এখন প্রধান খবর। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি আগুনের ঝুঁকিতে পড়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬টি এলাকার প্রায় ৬ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা বলেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের কাছে দু’টি জল-বোমা প্লেনসহ সাহায্যের জন্য অনুরোধ করেছে।

ক্যাডেনা সের রেডিওকে তিনি বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস’ বিবেচনা করে প্লেনগুলো দ্রুত পাঠানোর জন্য তিনি ইউরোপীয় অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে স্পেন দমকলকর্মীও চেয়ে পাঠাবে।

কাস্তিল ও লিওনের বেসামরিক সুরক্ষা প্রধান আইরিন কোর্তেস বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে স্পেনের প্রচণ্ড গরমে ঘন ঝোপঝাড় তৈরি হয়েছে যা ‘এই পরিস্থিতির জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করেছে।’

এই বছর স্পেনে মোট ১৯৯টি দাবানলে প্রায় ৯৮ হাজার ৭৮৪ হেক্টর (২ লাখ ৪৪ হাজার ১০০ একর) এলাকা পুড়ে গেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

পর্তুগাল: পাশের দেশ পর্তুগালে পাঁচটি বড় দাবানল নিয়ন্ত্রণে ২ হাজার ১০০ জনেরও বেশি দমকলকর্মী ও ২০টি বিমান কাজ করছে। সবচেয়ে ভয়াবহ আগুনটি মধ্যাঞ্চল ত্রানকোসো পৌরসভায় শনিবার থেকে জ্বলছে।

প্রবল বাতাসে রাতে আগুন আবার ছড়িয়ে পড়েছে, হুমকির মুখে পড়েছে কাছের গ্রামগুলো। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয়রা দমকল কর্মীদের সাহায্য করার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছে।

মুখে মাস্ক পরা একজন কৃষক তার হাতে বেলচা নিয়ে সিক নোটিশিয়াস টেলিভিশনকে বলেন, ‘এটা ভীতিকর, কিন্তু আমরা সবসময় একে অপরকে সাহায্য করতে প্রস্তুত।’

পর্তুগালের মধ্যাঞ্চলীয় আরগানিল-এর একটি পাহাড়ি অঞ্চলে আরেকটি আগুন লাগার কারণে বেশ কয়েকটি গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে বয়স্ক বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

বলকান: বলকান অঞ্চলের জরুরি পরিষেবাগুলো ডজনখানেক আগুন নেভানোর চেষ্টা করছে। এখানে তীব্র খরা এবং দীর্ঘস্থায়ী দাবদাহ ঐ অঞ্চলের সাধারণ আগুনের মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে।

মঙ্গলবার রাতে আলবেনিয়ায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তার বাগানে আগুন ধরেছিল, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে এবং আটজন আহত হয়।

কর্তৃপক্ষ আলবেনিয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। তবে প্রতিবেশী মন্টিনিগ্রোতে আবহাওয়ার উন্নতি হওয়ায় ফায়ার সার্বিসের কর্মীরা বাড়িঘর রক্ষা করতে সক্ষম হন।

দেশটিতে এক সৈন্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী পডগরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে “ভয়াল ক্ষতি” হিসেবে উল্লেখ করেছে।

দেশটি এক সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মঙ্গলবার রাজধানী পডগোরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে ‘একটি বড় ক্ষতি’ বলে উল্লেখ করেছে।

যুক্তরাজ্য: ঐতিহাসিকভাবে শীতল আবহাওয়ার দেশ বৃটেন, এই গ্রীষ্মে চতুর্থ দফা তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। আগে অসম্ভব মনে হওয়া দাবানল এখন বাস্তব হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এদিকে উত্তর ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরস জাতীয় উদ্যানের এক দাবানলকে বুধবার ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনে প্রায় পাঁচ বর্গকিলোমিটার (প্রায় দুই বর্গমাইল) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page