November 26, 2025, 11:01 pm
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন ; সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হওয়ার পথে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা বুধবার ইতিহাসের দীর্ঘতম সময় অতিক্রম করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালের ৩৫ দিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

প্রশাসন সতর্ক করেছে যে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে ছুটির সময় আকাশপথে ভ্রমণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং আমেরিকান নাগরিকদের সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।

সরকারকে চাপে রাখতে ও একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন এই সতর্কবার্তা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সময়ের জন্য অর্থায়ন অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। এর ফলে দেশজুড়ে ক্রমবর্ধমান ভোগান্তি দেখা দিচ্ছে। বিশেষ করে কল্যাণমূলক কর্মসূচিগুলো যার মধ্যে রয়েছে, সেইসব সহায়তা কর্মসূচি যা লাখ লাখ আমেরিকানকে খাদ্য কিনতে সাহায্য করে, সেগুলো বর্তমানে অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সরকারের অচলাবস্থা নিরসনে কিছুটা অগ্রগতি দেখা গেছে, যদিও তা এখনো ভঙ্গুর।

এদিকে, বিমান চলাচল নিয়ন্ত্রক ফেডারেল পার্ক রেঞ্জারসহ প্রায় ১৪ লাখ কর্মচারীর অনেকে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন বা বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন।

মধ্যরাতে অচলাবস্থার রেকর্ড ভেঙে যাওয়ার কয়েক ঘন্টা আগে, ট্রাম্প প্রশাসন দেশব্যাপী বিমানবন্দরগুলোয় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছে।

যদি এটা সংকট ষষ্ঠ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে, কর্মী ঘাটতি বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) অনুমান করছে, চলতি বছর থ্যাঙ্কসগিভিং বিমান ভ্রমণ একটি নতুন রেকর্ড স্থাপন করবে। ২৭ নভেম্বরের ছুটিতে ৫৮ লাখ লোক অভ্যন্তরীণভাবে বিমান চালাবে।

৬০ হাজারের ও বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন এবং হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে যে অনুপস্থিতি বৃদ্ধির ফলে চেক-ইন লাইনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page