অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর প্রশ্নে কোনো আপোষ করা হবে না। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও চীনের এক যৌথ বিবৃতির প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।
ওই যৌথ বিবৃতিতে পারস্য উপসাগরের তিন দ্বীপ বু’মুসা, তোম্বে বুযুর্গ, তোম্বে কুচাক সম্পর্কে ভিত্তিহীন দাবি করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই দাবির প্রতিবাদে বলেছেন পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ইরান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বু’মুসা, তোম্বে বুযুর্গ, তোম্বে কুচাক আবহমান কাল ধরে তাঁর মাতৃভূমির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমির আবদুল্লাহিয়ান চীনা ভাষায় লেখা এক টুইট বার্তায় এ প্রত্যয় ব্যক্ত করেন।
চীনা ভাষায় লেখা টুইট বার্তা
পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতৃবৃন্দ এবং চীনের মধ্যে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সমাপনী বিবৃতিতে তিন দ্বীপ নিয়ে ইরানের সঙ্গে আরব আমিরাতের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মেটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ইরান ওই তিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে।
চীন এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর বিবৃতি সৌদিআরব ও চীনের দেওয়া যৌথ বিবৃতির পরপরই প্রকাশ করা হয়। চীন ও সৌদিআরবের নেতৃবৃন্দ ওই বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়।
এই বিবৃতির প্রতিক্রিয়ায় গত শনিবার তেহরানে চীনা রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পারস্য উপসাগরীয় দেশ এবং চীনের নেতাদের বিবৃতির ব্যাপারে ইরানের আপত্তির কথা রাষ্ট্রদূতকে জানানো হয়।
Leave a Reply