অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদীবাদী ইসরাইল যদি তেহরানের বিরুদ্ধে কোনরকমের ভুল পদক্ষেপ নেয় এবং কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে ইরান তার দাঁতভাঙা জবাব দিতে একটুও দ্বিধা করবে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেড্রো কমিসারিও আফোনসো এবং সাধারণ পরিষদের মহাসচিব অ্যান্তোনিওয গুতেরেসকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি রাষ্ট্রদূত।
ইসরাইল ইরানের বেসামরিক গুরুত্বপূর্ণ ভবন, প্রতিষ্ঠান এবং শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে।
এর প্রতিবাদে গত ২১ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইসরাইল যে হুমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।
ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরানের বেসামরিক ও সামরিক স্পর্শকাতর স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালালে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা উপর তার মারাত্মক প্রভাব পড়বে। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান ইরানি রাষ্ট্রদূত।