অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল সরকারের সহিংস ও পাশবিক আচরণের কারণে ফিলিস্তিনিদের মধ্যে কেবল প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার অদম্য বাসনা শক্তিশালী হচ্ছে। তিনি আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে লেবাননের আল-আখবার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে একথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি দখলদাররা প্রতিদিন নারী, শিশু ও যুবক নির্বিশেষে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যা ও দমন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে আল-আকসা মসজিদের অবমাননা করে যাচ্ছে এবং ফিলিস্তিনি ভূমির প্রকৃত মালিকদের ঘরবাড়ি ভেঙে দিয়ে সেখানে অভিবাসী ইহুদিদের জন্য বসতি নির্মাণ করছে।
আমির-আব্দুল্লাহিয়ান তার নিবন্ধে বলেন, তবে আমরা বর্তমানে দখলদার ইহুদিবাদী সরকারের সামনে কয়েক-স্তরের সংকট ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, অন্যদিকে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসরাইল বিরোধী প্রতিরোধস্পৃহা দিন দিন শক্তিশালী হচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলনের প্রতি মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর সমর্থনও আগের তুলনায় শক্তিশালী হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রমাণ করছে, অবৈধ রাষ্ট্র ইসরাইলের টিকে থাকার ব্যাপারে ইহুদিবাদী জনগোষ্ঠীর মধ্যে আশা ক্রমেই কমে যাচ্ছে।
ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল (শুক্রবার) পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালিত হয়ে আসছে। ইরানসহ বেশিরভাগ আরব দেশে গতকাল ছিল রমজান মাসের শেষ শুক্রবার।
Leave a Reply