December 4, 2025, 3:51 pm
শিরোনামঃ
দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদর ; তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রিতে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত যুদ্ধ শেষ করতে চান পুতিন ;  ইউক্রেনের সঙ্গে নতুন আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় দুই শিশুসহ ৫ জন নিহত রাশিয়া ও ইউক্রেনকে জ্বালানি অবকাঠামোতে হামলা না করতে তুরস্কের আহ্বান বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা পৌঁছালো শ্রীলঙ্কায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কোন সরকারি অনুমোদন নেই : বাণিজ্য উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় ১ ঘন্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু, ; হাসপাতালে  নতুন ভর্তি ৪৯০ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় দুই শিশুসহ ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনে ইসরাইলের এক হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গাজার  বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে একজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের পাঁচ সৈন্য আহত হওয়ার পর এ হামলা হয়।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ‘দুই শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

সংস্থাটি জানায়, খান ইউনিসের কুয়েতি ফিল্ড হাসপাতালের কাছের একটি আশ্রয় কেন্দ্রে এ হামলা চালানো হয়।

হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ৩২ জন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে লড়াই অনেকটা থেমে গেলেও ইসরাইল ও হামাস উভয়েই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার পূর্ব রাফাহ এলাকায় অভিযানের সময় সৈন্যরা কয়েকজন যোদ্ধার মুখোমুখি হয়। তারা মাটির নিচের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে।

বিবৃতিতে বলা হয়, এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। আরো দুই সেনা ও এক অফিসার মাঝারি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ও তাদের পরিবারকে জানানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর আহত সৈন্যদের দ্রুত সুস্থতা কামনা করেছে। তিনি হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন।

গাজার এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পূর্ব রাফাহ এলাকায় দখলদার বাহিনীর যান থেকে তীব্র গোলাবর্ষণ হয়। একই সময়ে যুদ্ধবিমান থেকেও ভারী গুলি ছোড়া হয়।

সূত্রটি আরো জানায়, একটি ইসরাইলি হেলিকপ্টারও সেখানে অবতরণ করেছে।

ইসরাইলি সেনারা রোববার জানায়, গত সপ্তাহে তারা রাফাহ এলাকায় টানেল লক্ষ্য করে অভিযানে ৪০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। ওই এলাকায় বহু হামাস যোদ্ধা টানেলের ভেতরে অবস্থান করছে।

এএফপিকে একাধিক সূত্র গত সপ্তাহে জানায়, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে থাকা যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার গাজার এক শীর্ষ হামাস সদস্য জানান, তাদের হিসাব অনুযায়ী ওই টানেলে ৬০ থেকে ৮০ জন যোদ্ধা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের বিরুদ্ধে হামাসের হামলা চালানোর পর গাজার যুদ্ধ শুরু হয় । ওই ঘটনায় ১ হাজার ২২১ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরাইলের পাল্টা হামলায় অন্তত ৭০ হাজার ১১৭ জন নিহত হন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানায়। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের তিন সৈন্য নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page