অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসন এবং বিচার বিভাগে সংস্কার বিতর্কের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ্য হয়ে পড়েছেন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হয়েছেন হাসপাতালে ভর্তি। পরীক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসকরা তার বুকে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নেন। শনিবার রাতেই শেষ হয় জরুরি অস্ত্রোপচার।
শেবা মেডিক্যাল সেন্টারের চিকিৎকরা বলেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। প্রধানমন্ত্রী ভালো আছেন। তার জীবনের কোনও হুমকি নেই।
অস্ত্রোপচারের আগে একটি ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, তিনি চমৎকার বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ শুনছেন। বিচার বিভাগের বিতর্কিত পরিবর্তনের বিষয়ে সংসদে একটি ভোটের আগে নেতানিয়াহুর হাসপাতালে ভর্তি হলেন। সোমবার সন্ধ্যায় এ নিয়ে পার্লামেন্টে ভোটের কথা।
নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনায় যা আছে : এই সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া আইনপ্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে, তাকে অপসারণ করাটা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব রাখা হয়েছে।
এতে ইসরায়েলের হাইকোর্টের ক্ষমতা কমানো হবে এবং পার্লামেন্টের সদস্যরা এমন সব আইন পাস করতে পারবেন – যা আদালত এর আগে খারিজ করে দিয়েছে বা কার্যত অসাংবিধানিক বলে মত দিয়েছে।
পরিকল্পনায় আরও বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে রাজনীতিবিদদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ করা হবে। মন্ত্রীরা তাদের নিজস্ব আইন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন।
ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, নতুন পরিকল্পনায় ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট বা কেনেসেটের ক্ষমতা এমনভাবে বাড়বে যে তারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৬১ জন এমপির সমর্থন পেলেই সুপ্রিম কোর্টের যে কোনও সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন।
অভূতপূর্ব বিক্ষোভ : বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে ৭ মাস ধরে চলছে বিক্ষোভ। এমন বিক্ষোভ আর দেখেনি ইসরায়েল। সংস্কারের নামে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার, এমন অভিযোগ বিক্ষুব্ধদের।
প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর সদস্যরাও। প্রশাসনিক এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে, শনিবার দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন ১০ হাজার রিজার্ভ স্বেচ্ছাসেবী। সূত্র: বিবিসি, জেরুজালেম পোস্ট
Leave a Reply