“এ পরলোক- যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য যারা এ পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্ট করতে চায় না, সাবধানীদের জন্য শুভ পরিনাম।” সূরা : কাসাস ঃ আয়াত : ৮৩)
১. হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হে আবু যার! আমি তোমাকে দুর্বল ও কোম জোর দেখতে পারছি। আমি তোমার জন্য তাই পছন্দ করি যা আমি নিজের জন্য পছন্দ করি। তুমি শাসন কর্তৃত্বের ভার বহন করতে সক্ষম হবে না। তুমি দু’জনের নেতা হয়ো না। আর তুমি ইয়াতীমদের সম্পদের তত্বাবধায়কের দায়িত্বও গ্রহণ করো না। ( মুসলিম শরীফ)
Leave a Reply