অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে শাপলা প্রতীক না থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলেও তাদেরও দেয়া হয়নি। কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা ইসি দেবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে কোন দল যাতে ফাউল না করে, সেটি তদারকি করবে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি।