অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার পূর্ব সুরাজপুর ভিলেজার পাড়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আবদুচ ছালাম (৫০) ওই গ্রামের শরফুদ্দীনের ছেলে। বুধবার রাতে খেতের ধান নিয়ে বাড়ি ফেরার সময় পাশ্ববর্তী পাহাড়ি পথে দলছুট একটি বন্য হাতি অতর্কিত হামলা চালিয়ে পায়ে পিষ্ট করে।
বিষয়টি স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম চকরিয়া থানা ও কক্সবাজার (উত্তর) বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন। কারন বন্য হাতির আক্রমণে কোন লোক মারা গেলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের নিয়ম রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’