অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘর থেকে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।
আটক সৈয়দুল আমিন (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের নুরুল বশরের ছেলে।
রেফাতুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি মজুদের খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
বস্তাটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা
“পরে বসত ঘরটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।