অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিহতরা হলেন- টেকনাফ জাদীমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ৭নং ব্লকের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে নুরুল্লাহ (৩৭) ও নুরুল্লাহর ছেলে রুহুল আমিন (১৩)।
জানা যায়, বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাটের উত্তর পাশ থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আধা ঘণ্টা পর দক্ষিণ পাশ থেকে বাবা নুরুল্লাহ’র ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন বাবা-ছেলে।
টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাসেম জানান, গতকাল নাফ নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply