অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় মহাসড়কের পাশে পার্কিংয়ে তিনটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলা সদর দক্ষিণের বাতাবাড়িয়া এলাকায় আইরিশ হিল নামের একটি রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস দাঁড়িয়ে ছিল। রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা এসব বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে দুটি বাস পুড়ে যায় এবং আগুনে একটি বাসের আংশিক ক্ষতিগ্রস্ত হয়।