অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রং মিস্ত্রি আশরাফুল ইসলাম হত্যায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ২৯ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে নিহতের স্ত্রী লাবণী আক্তার ইতি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রং মিস্ত্রি কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের আনিছুর রহমানের পুত্র আশরাফুল ইসলাম কাজ শেষ করে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে পৌছালে ১নং আসামী হানিফ ও ২নং আসামী আতাউর রহমান আতাদ্বয়ের হুকুমে, ১৪নং আসামী শামীম মেহেদী হাসান বাবুল ১৬নং আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে তাকে উদ্দেশ্যে করে গুলি করে। গুলির আঘাতে আশরাফুলের তলপেটে ও বাম পায়ের উপর গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। অন্যান্য আসামীরা শরীরের লোহার রড, লাঠি দিয়ে বিভিন্নস্থানে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এর পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অসহসযোগ আন্দোলন পরবর্তীতে থানা কর্তৃপক্ষের কার্যক্রম স্থগিত থাকায় থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হলো। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ৬টি হত্যা ১টি হত্যার চেষ্টা ও আদালতে ১টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।