October 23, 2025, 8:09 am
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামের চিলমারীর আকাশে ও ব্রহ্মপুত্র পাড়ে  ড্রোন উড়িয়ে পুলিশের নজরদারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কুড়িগ্রাম জেলার  চরবেষ্টিত উপজেলা চিলমারীতে ডাকাতি ও অপরাধ প্রতিরোধে আকাশে ও নদীতে চালু হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারি।

দুর্গম চরাঞ্চল ও ব্রহ্মপুত্র নদের ঝুঁকিপূর্ণ রুটে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি চলছে প্রতিনিয়ত।

বিশেষ করে হাটের দিনে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে পুলিশের একাধিক ইউনিট—গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ ও থানা পুলিশ সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকে নৌপথ ও চরাঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে শুধুমাত্র টহল নয়, আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের জঙ্গল ও নজরদারির বাইরে থাকা এলাকা গুলোতেও তৎপরতা চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ড্রোন ক্যামেরায় চরাঞ্চলে ঝোপঝাড় কিংবা গোপন জায়গায় অপরাধীরা অবস্থান করলেও সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারে ডাকাতি ও মাদকপাচারের মত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

উপজেলার জোড়গাছ এলাকায় সপ্তাহে রোববার ও বুধবার বড় হাট বসে। হাটের দিনে চরাঞ্চল ও আশপাশের উপজেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা নৌপথে হাটে আসেন।

জেলা পুলিশ জানায়, হাটের দিনগুলোতে জোড়গাছ হাট, রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। এসব পয়েন্টে ড্রোন ব্যবহার ছাড়াও নৌ-পুলিশ ও থানা পুলিশের পৃথক টহল দল সক্রিয় থাকে।

চিলমারী ইউনিয়নের বাসিন্দা আজগর আলী মন্ডল (৬৫) বলেন, ‘আগে মাঝেমধ্যেই ডাকাতি হতো। এখন প্রায় তা নেই বললেই চলে। আকাশে ড্রোন উড়তে দেখলে বুঝি পুলিশ সব জায়গা নজরদারি করছে। এতে নিরাপত্তা অনেক বেড়েছে।’

জোড়গাছ এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ‘আগে হাটে আসার সময় ভয় লাগতো। কিন্তু এখন পুলিশের নৌকায় টহল, নদীতে উপস্থিতি ও ড্রোন নজরদারি দেখে আমরা অনেকটাই নিশ্চিন্ত।’‘পুলিশের এমন নজরদারির খবর ছড়িয়ে পড়ায় অপরাধীরা ভয় পেয়েছে। তারা অপরাধ ঘটানোর সাহস পাচ্ছে না।

জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘চিলমারী নদীবন্দর ও আশপাশের নৌরুটে অপরাধ দমনে ড্রোন ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ফলে দীর্ঘদিন ধরে নৌডাকাতি নেই বললেই চলে। আমরা প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে চিলমারীকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর।’

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page